পবিত্র হজ্ব

আল-নূর হজ্ব ও ওমরাহ গ্রুপ

পবিত্র হজ্ব

প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করে থাকেন । বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হাজীদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং এ সংক্রান্ত সকল কাজের সমন্বয় করে থাকে । প্রতিবছর জাতীয় হজ্বনীতি অনুসারে এই সকল কার্যাদি সম্পন্ন হয় । হজ্বব্রত পালনে ইচ্ছুক ব্যক্তি সরকারি ব্যবস্থাপনায় কিংবা সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যেতে পারেন । 

আল-নূর হজ্ব ও ওমরাহ গ্রুপ বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত হজ্ব এজেন্ট । সরকারী নিয়মনীতি অনুযায়ী প্রতি বছর শত শত আগ্রহী ব্যক্তিবর্গ আমাদের এজেন্সীর মাধ্যমে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন । হজ্বব্রত পালনকারীদের জন্য আমাদের রয়েছে সাশ্রয়ী প্যাকেজ । এই প্যাকেজ সমূহের আওতায় আমরা হাজীদের উন্নতমানের সেবা প্রদানে সবসময় অবিচল । সেবার লক্ষ্যে অত্র এজেন্সী সবসময় হজ্বব্রত পালনকারীদের প্রয়োজনীয় সকল সুবিধা ও সুদক্ষ গাইড সহ আন্তরিক সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ । 

সরকারী সিদ্ধান্ত মোতাবেক প্যাকেজের মূল্য পরিবর্তনশীল

♦ প্যাকেজের মুল্য সরকার নির্দেশিত তারিখ এর মধ্যে প্রদান করতে হবে।

প্যাকেজ – এ

প্যাকেজ – বি

হজ্ব নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১) জাতীয় পরিচয়পত্র কপি
২) কপি পাসপোর্ট সাইজ ছবি
৩) পাসপোর্ট কপি (যদি থাকে)

সকল প্যাকেজের জন্য যা যা প্রযোজ্য

১) হজ্ব ভিসা, রিটার্ন সহ টিকেট, মোয়াল্লেম ফি, ট্রাভেল ট্যাক্স, হেল্থ কার্ড ও যাতায়াতের সকল ব্যবস্থা
২) হজ্বে যাওয়ার পূর্বে বাংলাদেশে হজ্ব কার্যক্রমের উপর অভিজ্ঞ আলেম দ্বারা কোরআন ও হাদিসের আলোকে প্রশিক্ষনের ব্যবস্থা
৩) চট্টগ্রাম/ঢাকা থেকে সরাসরি সৌদি আরবে ফ্লাইটের ব্যবস্থা
৪) সৌদি আরবের এয়ারপোর্ট থেকে মক্কা/মদিনা, মিনা-আরাফাত-মোজদালেফা এবং হোটেল থেকে এয়ারপোর্ট যাতায়াতের সু-ব্যবস্থা
৫) আমাদের নিজস্ব তত্ত্বাবধানে ওমরাহ সম্পাদন, মোয়াল্লেম কার্ড, মিনায় থাকার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত তাবুর ব্যবস্থা
৬) মক্কা ও মদিনায় কম দুরত্বের শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলের ব্যবস্থা
৭) পুরুষ হাজী এবং মহিলা হাজীগন পৃথক ভাবে থাকা এবং ২-৫ জনের ওয়াশরুম সহ রুমের ব্যবস্থা
৮) নিজস্ব বাবুর্চি দ্বারা রান্নাকৃত রুচিসম্মত দেশীয় খাবারের ব্যবস্থা
৯) অভিজ্ঞ আলেম ও খেদমতগার দ্বারা ওমরাহ ও হজ্বের কাজ সম্পাদনের ব্যবস্থা
১০) রোজাদার হাজীদের জন্য সেহরী ও ইফতারের ব্যবস্থা ; ১১) পবিত্র মক্কা ও মদিনার পূন্যময় স্থান সমূহে ভ্রমন ও জিয়ারতের ব্যবস্থা
১২) হজ্বকালীন সময়ে কোন হজ্বযাত্রী হারিয়ে গেলে খুজে আনা এবং আপদকালীন সময় জরুরী স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা
১৩) সর্বনিম্ন ১৫ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত থাকার ব্যবস্থা
প্রত্যেক হাজীকে মিনার ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, জুতার ব্যাগ, পাথর রাখার ব্যাগ, মহিলাদের হিজাব ও ছাতা প্রদান করা হবে ।

যে সকল জিনিষপত্র হাজীগণ নিয়ে যাবেন

১) লাগেজ ১ টি (সাইজ ২৪ ইঞ্চি)
২) ইহরামের কাপড় ২ সেট ( মহিলাদের বোরকা-ই হল মহিলাদের ইহরাম )
৩) দৈনন্দিন পরিধানের জন্য নিজেদের পছন্দ অনুযায়ী জিনিসপ্রত্র, যেমন-
পুরুষদের জন্য- পায়জামা-পাঞ্জাবি ২ সেট, শার্ট, পেন্ট, লুঙ্গি, গেঞ্জি ২ টি করে, কোমরের বেল্ট - ১টি, স্পঞ্জের সেন্ডেল - ১ জোড়া, চামড়ার জুতা - ১ জোড়া । মহিলাদের জন্য- সেলোয়ার কামিজ- ২ জোড়া, বড় ওড়না-২টি, শাড়ি, ব্লাউজ, বোরকা, হিজাব, চুল বাঁধার ক্যাপ, কাপড়ের সু - ১ জোড়া, স্পঞ্জের সেন্ডেল- ১ জোড়া, হাত ও পায়ের মোজা, এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয় কাপড় ও প্রসাধনী ।
৪) এগুলো ব্যতিত আপনি যা যা প্রয়োজন মনে করেন তা নিজ দায়িত্বে নিবেন ।
৫) ১টি বিছানার চাদর ও ১টি পাতলা কাঁথা নিবেন ।
৬) ওজিফা, সুরমা-আতর, জায়নামাজ, ২টি কলম, নোট বুক, ১টি সানগ্লাস, ১টি ভেসলিন, তেল, সেভিং ক্রীম, ২টি রেজার ও ৪/৫টি ব্লেড ও ১টি কাচি ।
৭) যারা নিয়মিত ওষুধ সেবন করেন তারা তাদের ওষুধ ৪৫ দিনের জন্য সাথে নিয়ে যাবেন এবং ডাক্তারের
প্রেসক্রিপশন অবশ্যই সাথে নিবেন ।
** এসব ব্যতিত আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে পারবেন । **

আমাদের ব্যবস্থাপনা সমূহ :

১) দীর্ঘদিন কাফেলা পরিচালনায় অভিজ্ঞদের সমন্বয়ে সঠিক তত্ত্বাবধান করা ।
২) বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হজ্ব প্রশিক্ষণ দেয়া ।
৩) হারামাইন শরীফাইনের নিকটস্থ শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক সুবিধা এবং রুচি সম্মত দেশী খাবার ব্যবস্থা করা ।
৪) জেদ্দা, মক্কা মদিনা, মিনা, মুজদালিফা ও আরাফাতের যাতায়াতসহ হজ্বের যাবতীয় ব্যয়ভার গ্রহণ।
৫) কোরবানীর ক্ষেত্রে কাফেলা হাজীদের পূর্ণ সহযোগিতা করে । ৬) ঐতিহাসিক স্থানসমূহ যিয়ারত ।
যথাঃ- হজ্বের পূর্বে রিহার্সেল প্রোগ্রাম হিসাবে হজ্ব সংশ্লিষ্ট স্থান তথা আরাফাত, মুজদালিফা, মিনা, জামারাত, হেরা গুহা, ছাত্তর গুহা, আরাফাতের পাহাড়, হোদায়বিয়া সন্ধির মসজিদ, মক্কা যাদুঘর, জিদ্দা শহর, কাবার গিলাফ কারখানা, তায়েফসহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান ।